ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সবচেয়ে খারাপ অবস্থা এখনো আসেনি: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, মে ৪, ২০২০
সবচেয়ে খারাপ অবস্থা এখনো আসেনি: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘দ্য ওর্স্ট ইজ ইয়েট টু কাম। অর্থাৎ, সবচেয়ে খারাপ অবস্থা এখনো আসেনি।

গত ১ মে বেলা ১১টা ৪৮ মিনিটে একটি বাক্যে দেওয়া এটিই তার সবশেষ পোস্ট। এই পোস্টের সঙ্গে তিনি তার ১৯টি নতুন আলোকচিত্র যুক্ত করেছেন।

করোনা ভাইরাস নিয়ে দেশের পরিস্থিতি বিবেচনায় এটা তার মন্তব্য বলেই মনে করা হচ্ছে।

এতে তিনি পরে মন্তব্য করেন, লাইফ উইল নট বি দ্য সেম এগেইন। অর্থাৎ, জীবন আগের মতো থাকবে না। এই পোস্টের সঙ্গে তিনি তার ৯টি আলোকচিত্র যুক্ত করেন।   

কাদের এই পোস্টের পর হাজার হাজার লাইক-কমেন্ট পড়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মে ০৪, ২০২০
এমআইএস /এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।