ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ধর্ষণ-শ্লীলতাহানি এখন ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
‘ধর্ষণ-শ্লীলতাহানি এখন ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার’ প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: নোয়াখালী-সিলেটসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণ এবং শ্লীলতাহানি এখন সন্ত্রাসী প্রভাবশালীদের ক্ষমতা প্রদর্শনের হাতিয়ারে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম.এ. সামাদ বলেন, ‘শুধু নোয়াখালী-সিলেট নয় সারা দেশে ধর্ষণ আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ক্ষমতাসীন দলের সদস্যরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে মনে করছেন। তারা নিজেদের এত ক্ষমতাসীন মনে করছে যে ভাবছে, তারা যাকে ইচ্ছা ধর্ষণ-নির্যাতন করতে পারেন। কেউ তাদের বাঁধা দেওয়ার নেই। নারীদের ধর্ষণ-শ্লীলতাহানি এখন তাদের ক্ষমতা প্রদর্শনের অন্যতম হাতিয়ার। ’

তিনি বলেন, ‘আমাদের সমাজে এখনো যে কোনো ধর্ষণ বা শ্লীলতাহানীর ঘটনায় ভুক্তভোগী নারীকেই ওই ঘটনার প্ররোচক বা প্রভাবক হিসেবে বিবেচনা করা হয়। অধিকাংশ মানুষ এমন ধারণা পোষণ করেন। এ মানসিকতা পরিবর্তন করতে হবে। নারীর সম্ভ্রম রক্ষার প্রয়োজনে পুরুষের চরিত্র পরিবর্তন করতে হবে। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা সর্বত্র চরিত্র গঠনের ওপর জোর দিয়ে প্রচারণা চালাতে হবে। নিপীড়কদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এমএমআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।