ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। বিক্ষোভ শেষে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।



শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে ছাত্রদলের কয়েকশ’ নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ জানান, আমি অসুস্থ থাকায় কর্মসূচিতে যেতে পারিনি। তবে ছাত্রদলে শতাধিক নেতাকর্মী ধর্ষণের প্রতিবাদে মাঠে নামার পর পুলিশ অতর্কিত হামলা করে। এতে আমাদের গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার হরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, রাস্তা বন্ধ করে মিছিল করায় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।