ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আহসান হাবীব লিংকন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
আহসান হাবীব লিংকন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন

ঢাকা: ২০ দলীয় জোটের শরীক জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লিংকন।

রোববার (৬ ডিসেম্বর) পার্টির চেয়ারম্যানের খিলগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আহসান হাবিব লিংকনকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।  

সভাপতির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন, বিজয়ের এ মাসে সভা-সমাবেশে বিধিনিষেধ আরোপ করে সরকার মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে। এ বিধিনিষেধ দিয়ে সরকারের অপকর্ম ঢাকা যাবে না। দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ দুর্নীতিগ্রস্ত। নেই কোনো বাক স্বাধীনতা, এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না।

সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে করোনা মহামারিজনিত সামগ্রিক ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

পার্টির যুগ্ম মহাসচিব এ এস এম শামীমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট মো. সফিউদ্দিন ভূঁইয়া, সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, যুগ্ম মহাসচিব কাজী মো. নজরুল, মো. মহসিন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।