ঢাকা: ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাবের নিন্দা এবং তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
মঙ্গলবার (২৩ মার্চ) বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ২০০৯ সাল থেকে ১৩ বার পানির দাম বাড়ানো হয়েছে। প্রতিবছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়ানোর কথা থাকলেও কোনো কোনো বার ২৩ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়ানো হয়েছে।
দুর্নীতি, অব্যবস্থাপনা, লুটপাট, অপচয়ের দায় গ্রাহকের উপর চাপিয়ে পানির দাম বাড়ানোর এই অপতৎপরতার তীব্র নিন্দা জানান কমরেড খালেকুজ্জামান। একই সঙ্গে এই প্রস্তাব প্রত্যাহার করার দাবিও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
আরকেআর/এএ