ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

জাপা মহাসচিব জাফরুল্লাহর মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, নভেম্বর ১, ২০২১
জাপা মহাসচিব জাফরুল্লাহর মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: জাতীয় পার্টির (জাফর) মহাসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ জাফরুল্লাহ খান চৌধুরী লাহোরী রোববার(৩১অক্টোবর) দিবাগত রাতে কুষ্টিয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার(১নভেম্বর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, জাফরুল্লাহ খান চৌধুরী লাহোরীর ইন্তেকালে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত। বর্তমান আওয়ামী লীগ সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের জন্য জাতির কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। জাতীয় পার্টির (জাফর) মহাসচিব হিসেবে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তার আপোষহীন লড়াই অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। জাফরুল্লাহ খান চৌধুরী লাহোরীর ইন্তেকালে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় দেশ একজন জনদরদী রাজনীতিবিদকে হারালো যার অভাব সহজে পূরণ হবার নয়।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম জাফরুল্লাহ খান চৌধুরী লাহোরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১ 
এমএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ