ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামালপুরে আওয়ামী লীগের আরও ৩ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
জামালপুরে আওয়ামী লীগের আরও ৩ নেতা বহিষ্কার

জামালপুর: জামালপুরে মাত্র দুই দিনের ব্যবধানে সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন শাখার ২৫ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় বুধবার (৩ নভেম্বর) উপজেলার তিতপল্যা ও মেষ্টা ইউনিয়নের আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়।

তারা হলেন সদর উপজেলার ১২ নম্বর তিতপল্যা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান রুকন, কৃষি বিষয়ক সম্পাদক মো. মতিয়র রহমান ও ১৩ নম্বর মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. নাজমুল হক।

উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ শফিউদ-দৌলা চিশতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বহিষ্কৃতরা আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

ভবিষ্যতে কেউ এমন করলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার (০১ নভেম্বর) পৃথক দুইটি পত্রে সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন শাখার ২২ জন নেতাকে একই অভিযোগে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ০৪,২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।