বরিশাল: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে কঠোর ভূমিকা নিতে শুরু করেছে আওয়ামী লীগ। ইতোমধ্যে সদর উপজেলার বিদ্রোহীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগ বিদ্রোহীদের বহিষ্কার করছে। আগামী কয়েক দিনে বহিষ্কারের এই সংখ্যা আরো বাড়তে পারে। ধারাবাহিকতায় বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক মাস্টারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী।
এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করায় সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
রোববার (৭ নভেম্বর) বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখনও যারা আওয়ামী লীগ ও নৌকার বিপক্ষে কাজ করছেন তাদের হুঁশিয়ার করে বলতে চাই সময় থাকতে দলের পক্ষে কাজ করুন নাহলে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এমএস/এএটি