ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তিযোদ্ধাদের যাবতীয় সুবিধা আ.লীগ সরকারের আমলে হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
মুক্তিযোদ্ধাদের যাবতীয় সুবিধা আ.লীগ সরকারের আমলে হয়েছে

ফরিদপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা ও সম্মানী ভাতাসহ যাবতীয় সুবিধা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে।  

রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ফরিদপুর সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা ইউনিট কমান্ডের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, তারা যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।