ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিল্লি গেলেন জাসদ সভাপতি ইনু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
দিল্লি গেলেন জাসদ সভাপতি ইনু হাসানুল হক ইনু। ফাইল ফটো

ঢাকা: ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আয়োজিত ৬ ডিসেম্বর মৈত্রী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের দিল্লি গেলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।  

শনিবার (৪ ডিসেম্বর) সকালে ভিসতারা এয়ারলাইন্সযোগে দিল্লির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

৬ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লির বড়খাম্বা রোডে সাপরু হাউসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভার প্রথম পর্বে ঢাকা থেকে অনলাইনে বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে বক্তব্য দেবেন ভারত সরকারের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধণ শ্রীংলা, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান ও ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের মহাপরিচালক রাষ্ট্রদূত বিজয় ঠাকুর সিংহ। সভাপতিত্ব করবেন ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের পরিচালক ড. নিবেদিতা রায়।

ওই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে প্যানেল আলোচনা শুরু হবে। প্যানেল আলোচনায় বক্তব্য দেবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, দি ইকোনোমিক টাইমসের কূটনৈতিক সম্পাদক দীপাঞ্জন রায় চৌধুরী, শিলংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান কনফ্লুয়েন্সের নির্বাহী পরিচালক সব্যসাচী দত্তসহ বিশিষ্ট গবেষকরা।  

প্যানেল আলোচনায় সভাপতিত্ব করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রাজীত মিত্র।

৭ ডিসেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে হাসানুল হক ইনুর।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
আরকেআর/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।