ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জাপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, ডিসেম্বর ৫, ২০২১
জাপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা বুধবার

ঢাকা: জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির  মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু।  

প্রস্তুতি সভায় জাতীয় পার্টি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
এসএমএকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।