ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ৪৭ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, ফেব্রুয়ারি ২৭, ২০২২
সিরাজগঞ্জে ৪৭ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ৪৭ মামলার আসামি ছানোয়ার হোসেন ওরফে ছানুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পৌর এলাকার ধানবান্ধি মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছানোয়ার হোসেন ওই মহল্লার বিশা শেখের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা রয়েছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ছানোয়ার হোসেন ছানুর বিরুদ্ধে মোট ৪৭টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা বিস্ফোরক মামলায় তার নাম রয়েছে কিনা, সেটা যাচাই করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।