ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
যশোরে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোর: ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট যশোর জেলা শাখার ‘সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সন্ধ্যায় সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই সভা শেষ হয় ৯টার দিকে। টানা দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেন ১৪ দলীয় জোটের নেতারা।  

সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। সভায় ১৪ দলীয় জোটের যশোরের বেশির ভাগ নেতারাই অংশ নেন।  

সভা শেষে ১৪ দলীয় জোটের নেতারা জানান, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। এজন্য ১৪ দলের যশোরের নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

একইসঙ্গে গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে চলমান রাখতে কেন্দ্রীয় ১৪ দলের সিন্ধান্ত অনুযায়ী যশোরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনিষ্ঠভাবে সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোটের যশোর জেলা শাখার সমন্বয়ক শাহীন চাকলাদার এমপি, জাসদ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, জেলা ন্যাপের সভাপতি মাস্টার নুর জালাল, ন্যাপের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এনামুল হক, ওর্য়াকাস পার্টি যশোর জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, জেলা আওয়ামী লীগনেতা মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।