ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সম্মেলন ছাড়া কোথাও ছাত্রলীগের নতুন কমিটি নয় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
সম্মেলন ছাড়া কোথাও ছাত্রলীগের নতুন কমিটি নয় 

ঢাকা: ছাত্রলীগ ৩ ডিসেম্বর জাতীয় সম্মেলনের আগে নতুন করে আর কোনো কমিটি দিতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শনিবার (১২ নভেম্বর) ছাত্রলীগের দেখভালের দ্বায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের এ নেতা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাছিম বলেন, ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। তার আগে ছাত্রলীগের বর্তমানের দায়িত্বপ্রাপ্তরা সম্মেলন ছাড়া নতুন করে আর কোনো কমিটি ঘোষণা করতে পারবে না। কমিটি দিতে হলে অবশ্যই জেলা-উপজেলা পর্যায়ে সম্মেলন ডাকতে হবে।

জানা গেছে, গত ৪ নভেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাখার কমিটি দেওয়ার পর বিতর্ক তৈরি হয়। তাই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এনবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।