ঢাকা, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

চাঁদপুরে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
চাঁদপুরে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ ইউসুফ গাজী

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ গাজীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া যৌথবাহিনীর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন যুবলীগের দুই নেতা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এতথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ইউসুফ গাজী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান।

গ্রেপ্তার দুই যুবলীগ নেতা হলেন- চাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।

চাঁদপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ইউসুফ গাজীকে শুক্রবার রাতে জেলা শহরের মুখার্জিঘাট এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই রাতে যৌথবাহিনীর অভিযোগে গ্রেপ্তার হন যুবলীগের ওই দুই নেতা।  

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আওয়ামী লীগ নেতা ইউসুফ গাজী ও যুবলীগ নেতা হজু বেপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজী গ্রেপ্তার হয়েছেন মাদক মামলায়। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।