কুমিল্লা: বাংলাদেশের রাজনীতিতে আসা নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোকজন আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এনসিপি যদি সুন্দর নির্বাচন চায়, দলটির লোকজনকে তিনি নিজেই স্টেজ করে দেবেন বলেও জানিয়েছেন কুমিল্লার এ রাজনীতিবিদ ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে মুরাদনগর উপজেলার হায়দারাবাদ সামসুল হক কলেজের খেলার মাঠে স্থানীয় আন্দিকোট ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ মো. কায়কোবাদ। সেখানেই তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ অনুষ্ঠানে প্রশ্ন রেখে বলেন, মুরাদনগরে কোনো চাঁদাবাজি আছে? দুর্নীতি আছে? নাই। বিএনপির লোকজন চাঁদাবাজি করে না। এ সময় তিনি পতিত আওয়ামী লীগ সরকারের সময়কার সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারীরা আমাকে মেরে ব্রিক ফিল্ডের আগুনে পোড়াতে চেয়েছিল।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুসারীদের ইঙ্গিত করে কায়কোবাদ বলেন, সেই ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনের সঙ্গে তারা জোট বেঁধেছে। মনে রাখবেন, যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না।
যারা নতুন পার্টি (এনসিপি) করেছেন, তারা যদি সুন্দর নির্বাচন চান, আমি নিজেই স্টেজে তাদের জায়গা করে দেব। কিন্তু তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ছাত্ররা আমাদের তাজ। কিন্তু কিছু নামধারী ছাত্র আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই— আপনি আমাদের গর্ব, আমাদের কলিজার টুকরা। ছাত্রদের পড়াশোনা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল করবেন।
নিজ উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, আমি আপনাদের ঋণ পরিশোধ করে শেষ করতে পারব না। কারণ, আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি নেতা নই, কামলা। ১৯৮৬ সাল থেকে আমি আপনাদের কামলা হিসেবে আছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান; যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর; মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন; যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, হায়দারাবাদ সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের দাতা প্রয়াত সামসুল হকের স্ত্রী জাহানারা বেগম, কুমিল্লা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এসআরএস/এমজে