ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, অক্টোবর ১৫, ২০২৫
উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।  

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় একই ওয়ার্ড জামায়াতে ইসলামীর ‘আমির’ মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি।  

তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং বিএনপির পতাকা হাতে তুলে দেন।

এসময় সাঈদ হাসান জ্যোতি বলেন, বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় জামায়াতের ওয়ার্ড ‘আমির’ আনোয়ার হোসেনসহ ৩০ জন নেতাকর্মী আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।

বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়ে তিনি জানেন না।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।