ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

লামায় বন্যহাতির আক্রমণে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, এপ্রিল ২৪, ২০২৫
লামায় বন্যহাতির আক্রমণে নারী নিহত বন্যহাতি

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে জান্নাত আরা বেগম ঝর্ণা (৩৭) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের চাককাটা বোয়ালের আগা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত আরা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৮ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শফি আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী।

পুলিশ জানায়, জান্নাত আরা শ্রমিকদের জন্য পানি ও চা-নাস্তা নিয়ে রাস্তার কাজে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বনের মধ্যে থেকে একটি বন্যহাতি এসে তাকে আক্রমণ করে। অন্য নারী শ্রমিকরা দেখে  চিৎকার করলেও হাতিটিকে নিবৃত করা যায়নি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।  

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।