নীলফামারী: নীলফামারী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহাজ্জত হেসেন টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) দিনগত রাত ৯টার দিকে শহরের ডালপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৪ আগস্ট জেলা শহরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে বাধা সৃষ্টি ও দলবদ্ধভাবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ মামলায় তাহাজ্জত হেসেন টিটু আসামি বলে সূত্র জানায়।
শনিবার (২৬ এপ্রিল) তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হবে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদের মোবাইল ফোনে কল করলেও ফোন না ধরায় মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
আরএ