সিলেট: চাকরির প্রলোভন দেখিয়ে সিলেট থেকে দুই কিশোরীকে কক্সবাজার নিয়ে বিক্রি করেছে একটি চক্র। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) ভোরে শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার পীরেরবাজার টিকেরপাড়া এলাকা থেকে এ দম্পতিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা উভয়ে টিকেরপাড়া এলাকার বাসিন্দা। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে আটকে রেখে অনৈতিক কাজ করানোর অভিযোগে দায়েরকৃত মামলার অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ৮ এপ্রিল শাহপরাণ মাজার গেট থেকে দুই কিশোরীকে ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু তাদের কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ওই দুই কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করান। একপর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে। পরে তাদের অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান।
এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে রোববার (২৭ এপ্রিল) রাতে শাহপরাণ থানায় মামলা (নং-২৩(০৪) ২০২৫) দায়ের করেন। মামলা দায়েরের একদিনের মাথায় শীর্ষ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।