চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কুতুব উদ্দিন সোহাগ পাটোয়ারীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার সোহাগ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রসন্নপুর (নুরুল ইসলাম মাস্টার বাড়ি) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, কুতুব উদ্দিন সোহাগকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
এসআই