ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খুলনায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, অক্টোবর ১৫, ২০২৫
খুলনায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা

খুলনা: খুলনায় “গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার বিষয়ক (আউটরীচ) কার্যক্রম বাস্তবায়নে অংশীজনদের সাথে সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মো. হাফিজুর রহমান।

সভায় সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’ আয়োজিত এই সমন্বয় সভা খুলনা জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের বটিয়াঘাটা উপজেলা সমন্বয়কারী মো. শাহিনুর রহমান ও তেরখাদা উপজেলা সমন্বয়কারী সাবিনা খাতুন।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।