ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ারের ফ্লাইট বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, মে ৩, ২০২৫
সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ারের ফ্লাইট বন্ধ

নীলফামারী: সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। সেইসঙ্গে বন্ধ হয়ে গেছে অন্যান্য রুটের অভ্যন্তরীণ ফ্লাইটও।

 ফলে যাত্রীরা হতবাক হয়ে পড়েছেন।  

শনিবার (৩ এপ্রিল) পুরোপুরি বন্ধ হয়ে গেছে সৈয়দপুর-ঢাকা রুটের ফ্লাইট। তবে কতদিনের জন্য তা বন্ধ করা হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি। টিকিট বিক্রেতারাও এ বিষয়ে পরিষ্কার কিছু জানেন না।

নাম প্রকাশ না করার শর্তে নভোএয়ারের এক কর্মকর্তা বলেন, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। সংস্থাটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর প্লেন বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। প্রক্রিয়াটি চলতি মাসেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ার তিনটি ফ্লাইট পরিচালনা করতো। তবে শুক্রবার থেকে নভোএয়ারের ফ্লাইট চলছে না। এ বিষয়ে তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলছে, অর্থনৈতিক কারণে বন্ধ রাখা হয়েছে। দুই সপ্তাহ পর আবার অপারেশনে আসবে। তবে অর্থনৈতিক সমস্যার সমাধান না হলে কি হবে বলা যাচ্ছে না।

একটি সূত্র বলছে, ২০ এপ্রিল থেকে তারা টিকিট বিক্রি বন্ধ করে দেয়। এ খবর প্রচার হওয়ার পর তারা আবারও টিকিট বিক্রি শুরু করে। তবে শুক্রবার থেকে আবারও ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। অনলাইনে টিকিট কেনার অপশনটিও বন্ধ রয়েছে সংস্থাটির। বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।