ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

কুমিল্লা মহানগর আ. লীগের সহসভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, মে ৯, ২০২৫
কুমিল্লা মহানগর আ. লীগের সহসভাপতি গ্রেপ্তার

কুমিল্লা: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, অনলাইনে শেখ হাসিনার সঙ্গে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন সেলিম।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। ভার্চুয়্যাল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

জানা যায়, বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাদেন সঙ্গে বৈঠক করেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতারা অংশগ্রহণ করেন।

এ বৈঠকে কুমিল্লা জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সে অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।