যশোর: গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে এনামের বাড়িতে যান।
এসময় এনাম ও তার পরিবারের সঙ্গে দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি এনামের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি সব সময় তার পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
অমিত বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের পক্ষ থেকে এনামের চিকিৎসার সব দায়িত্ব নেওয়া হবে। তিনি এনামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এনাম জানান, তিনি ঢাকার উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ৪ আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করে। পরিবারের পক্ষ থেকে ঢাকায় রেখে চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল বলে তাকে যশোরে আনা হয়।
তিনি আরও জানান, তার চিকিৎসা এখনো শেষ হয়নি এবং তিনি কখনো কর্মক্ষম হতে পারবেন না। এমন অবস্থায় তারেক রহমান ও তার দল বিএনপি পাশে দাঁড়ানোয় মনোবল ফিরে পেয়েছেন এবং খুশি হয়েছেন।
এনামের বাড়িতে যাওয়া নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি আনছারুল হল রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর।
এসআই