ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মাধবপুরে ইউপি চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৬, মে ১৫, ২০২৫
মাধবপুরে ইউপি চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার মাসুদ খান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ৮টায় শাহজিবাজার সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা জগদীশপুর বাজার থেকে তাকে আটক করে মাধবপুর থানায় হস্তান্তর করে।

থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, মাসুদ খানের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাকে আটক করে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী থানায় হস্তান্তরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।