ভোলা: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২২ দিনের অভিযান চলছে।
এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের নেতৃত্বে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোলার দুই নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান।
মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞার গত ছয়দিনে পুরো জেলায় ১২২টি অভিযান পরিচালিত হয়েছে। এতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৪ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।
এছাড়া ৪৪ মেট্রিক টন ইলিশ ও এক লাখ চার হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
প্রতিদিন সাত উপজেলার মৎস্য বিভাগ থেকে আটটি টিম অভিযান পরিচালনা করছে।
মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে দুটি অভিযানে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
এসআই