ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নড়াইলে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, মে ২৪, ২০২৫
নড়াইলে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ গ্রেপ্তার আশিস কুমার বিশ্বাস

নড়াইল সদরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতার পৃথক মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়।

এ সময় আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (২৩ মে) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলার কলোড়া ইউপি চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সদস্য মির্জাপুর গ্রামের সৈয়দ রিয়াজ আলী ও হবখালী ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডুমুরতলা গ্রামের শরিফুল ইসলাম।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট সকালে লোহাগড়া উপজেলা পরিষদের গেট সংলগ্ন পাকা রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। ওই কর্মসূচিতে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে ১৩ নভেম্বর লোহাগড়া শ্রমিক দলের নেতা জাহিদুল আলম (ঝুনু) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়। সেই মামলায় কলোড়া ইউপি চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে একই বছরের ৪ আগস্ট নড়াইল সদরের মালিবাগ এলাকায় শেখ হাসিনার পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেখানে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে ১০ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০–৫০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় আওয়ামী লীগ নেতা সৈয়দ রিয়াজ আলী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা লোহাগড়া ও সদর থানার পৃথক মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।