নীলফামারী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম ও অন্যান্য নেতারা দলের প্রচারপত্র বিলি ও লোকজনের সঙ্গে মতবিনিময় করছেন।
সোমবার (২৬ মে) সকাল থেকে তিনি এ কার্যক্রম চালাচ্ছেন।
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডোমারে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়। এরপর ডিমলায় বেলা সাড়ে ১১টায়, জলঢাকায় দুপুর সাড়ে ১২টায়, কিশোরগঞ্জে বিকেল ৩টায় তিনি এ কার্যক্রম চালিয়ে যান।
এছাড়াও নীলফামারীতে বিকেল ৫টায় এবং সবশেষ সন্ধ্যা ৭টায় সৈয়দপুরে চলমান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সারজিস আলমের।
এসব কর্মসূচিতে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ রয়েছেন বলে জানানো হয়।
আরএ