মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় রোজিনা বেগম নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
তিনি ভাষাণীগাঁও গ্রামের একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তার বাবার নাম মরহুম নিজাম উদ্দিন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইশতিয়াক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রোজিনা বেগম নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতরা হলেন- জালাল উদ্দিন (৪৮), নিজাম মিয়া হরুন মিয়া (৪০), লুভনা বেগম (৩৫)।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ভাষাণীগাঁও গ্রামের আব্দুর রহিমের সঙ্গে রোজিনা বেগমের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও আব্দুর রহিম তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ কৃষি জমিতে এক্সেভেটর দিয়ে মাটি কাটতে শুরু করেন।
এসময় রোজিনা বেগম পরিবারের সদস্যদের নিয়ে বাধা দিতে গেলে আব্দুর রহিম ও রেজাউল করিম সাগর ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করছে। আটকরা হলেন- রহিম মিয়া, মনির মিয়া, মতি মিয়া।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
বিবিবি/আরএ