ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

সারাদেশ

শরীয়তপুরের সাবেক মেয়র পারভেজ ঢাকায় গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, জুলাই ৩, ২০২৫
শরীয়তপুরের সাবেক মেয়র পারভেজ ঢাকায় গ্রেপ্তার গ্রেপ্তার পারভেজ রহমান জন

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

বুধবার (২ জুলাই) রাত ১টা ১০ মিনিটের দিকে তাকে বনশ্রীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পারভেজ রহমান জন ৭৩ নম্বর আসামি। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/১২০বি/৩৪ ধারায় হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে। এ মামলার ঘটনাস্থল ছিল ঢাকার যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা সড়ক, যেখানে ২০২৪ সালের ০৫ আগস্ট দুপুর ২টার দিকে সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে।

মামলার এফআইআর সূত্রে জানা যায়, আদালতের নির্দেশে মামলাটি ২০২৫ সালের ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় রেকর্ড করা হয়। পরবর্তীতে পুলিশের তদন্তে পারভেজ রহমানকে এজাহারে আসামি করা হয়।

পারভেজ রহমানের পরিবারের সদস্যরা জানান, বুধবার (২ জুলাই) রাতে ডিবির একটি টিম তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যাওয়ার আগে তারা জানায়, যাত্রাবাড়ী থানায় একটি মামলায় যোগাযোগ করতে হবে। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে জানা যায়, তিনি বর্তমানে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছেন।

এ বিষয়ে শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার হয়েছেন কিনা, তা আপনার মাধ্যমেই জানলাম। অফিসিয়ালি এখনও কোনো তথ্য পাইনি।

অ্যাডভোকেট পারভেজ রহমান জন শরীয়তপুর জজ কোর্টের সাবেক এপিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি ২০২১ সালের দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর, ২০২৪ সালের ১৮ আগস্ট অর্ন্তবর্তী সরকারের এক প্রজ্ঞাপনে তাকে অপসারণ করা হয়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।