নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অগ্নিকাণ্ডে অন্তত ৪২টি দোকান পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাজারের ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ীরা রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে ভোর ৫টার দিকে বাজারের মুড়িপট্টির একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এতে যুক্ত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই অন্তত ৪২টি দোকান পুড়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকানের ধ্বংসস্তূপ থেকে পোড়া মালামাল উদ্ধারের চেষ্টা করেন। এ সময় সর্বস্ব হারিয়ে অনেক ব্যবসায়ীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, প্রায় কোটি টাকার মাল আগুনে পুড়ে গেছে।
মাধবদী বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। আগুনে পুড়ে মুদি দোকান ১৪টি, স্বর্ণ ও জুয়েলারি দোকান ১১টি, ইলেকট্রিক ও প্লাস্টিকের দোকান ৯টি, স্টেশনারি (বই, কাগজ, কলম, খাতা) ৫টি, অন্যান্য দোকান ৩টিসহ মোট ৪২ দোকানের বিভিন্ন মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটি স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার ছিল এবং দোকানগুলো পার্টিশন দেওয়া ছোট ছোট।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
জেএইচ