ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

সারাদেশ

থানায় হামলা: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৫, বহিষ্কার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, জুলাই ৫, ২০২৫
থানায় হামলা: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৫, বহিষ্কার ২ প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর করে ছিনিয়ে নেওয়া দণ্ডিত দুই আসামির মধ্যে একজন সোহেল রানা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

থানায় হামলার ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা পৃথক দুই মামলায় এ পর্যন্ত হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে আগেই চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তার সবাই বিএনপি এবং এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী।

শনিবার (৫ জুলাই) দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরনবী কাজলকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন- পাটগ্রামের মাসুদ রানা ও রবিউল ইসলাম এবং হাতীবান্ধার মাহফুজার রহমান বিপ্লব।

অন্যদিকে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে যুক্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তারা দুজনই পাটগ্রাম থানায় দায়ের মামলার এক ও দুই নম্বর আসামি।

পাথর কোয়ারির রয়্যালটির নামে গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে গত বুধবার (২ জুলাই) রাতে সোহেল ও বেলালকে এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস।  

পরে তাদের ছিনিয়ে নিতে পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানকার থানা ভবনও অবরুদ্ধ করা হয়।

এ ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম বলেন, থানায় হামলার ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।