পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় খেলার সময় ডোবার পানিতে পড়ে আসমা খাতুন নামে ১৫ মাস বয়সের এক শিশু মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৬ জুলাই) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার সকালে বাসায় গৃহস্থলির কাজ করছিলেন শিশুটির মা বানেছা আক্তার। এ সময় বাড়ির উঠানে খেলা করছিল শিশু আসমা। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বাইরে বের হয় সে। পরে বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যায় শিশুটি।
পরিবারের সদস্যরা শিশু আসমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখেন তারা। এরপর দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেস চন্দ্র রায় বলেন, মরদেহের সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এমইউএম/এমএম