ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে ডেকে নিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, জুলাই ১৩, ২০২৫
তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে ডেকে নিয়ে হত্যা

যশোর: যশোরে আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার জেরে শনিবার (১২ জুলাই) রাতে শহরের ষষ্টিতলা এলাকায় এই হত্যাকান্ড সংঘটিত হয়।

নিহত বিপুল শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পিতা জানিয়েছেন, ছয় মাস আগে বিপুল ষষ্টিতলা এলাকার তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে করেন। ওই নারীর আগের স্বামী ষষ্টিতলার আব্দুল খালেকের ছেলে বাপ্পি। বাপ্পি বিপুলের বন্ধু।  

বিপুলের পিতা অভিযোগ করেন তার ছেলেকে ঘটনার রাতে ষষ্টিতলা এলাকায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানিয়েছেন, রাত ৮টার পর ষষ্টিতলার মোস্তাকের বাড়ির পাশে সন্ত্রাসীরা বিপুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।  

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান তুষার জানিয়েছেন, রাত ৮টা ৩৫ মিনিটে বিপুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুক, পেট, গলা, হাত ও পায়ে ধারাল অস্ত্রের অসংখ্য আঘাত ছিল। রাত ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

যশোর কেতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবলু হাসনাত খান জানিয়েছেন, জড়িতরা শনাক্ত হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের খোঁজে একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুতই আটক করে আইনে সোর্পদ করা হবে।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।