শেরপুর: বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার উদ্যোগে কুইজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নালিতাবাড়ী উপজেলার চাটকিয়া শহীদ স্মৃতি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। কুইজ উপলক্ষে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক মো. মোখলেসুর রহমান, মো. আবু সাঈদ, মিতু ইসলাম ও মিথুন কোচসহ অনেকে।
সমসাময়িক বিষয়ে আয়োজিত এ কুইজে অংশ নেয় অর্ধ শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।
এসময় বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিন শিক্ষার্থীদের পড়াশোনা ও চরিত্র গঠনে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহমেদ, প্রচার সম্পাদক জিহাদ আহমেদ এবং রকিব আহমেদ অন্তরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসআই