রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনার দিনে চুরি হওয়া জেনারটর উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে সদরের মিজানপুর ইউনিয়ন থেকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান রাজবাড়ী জেলা সদরের লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, সদর থানাধীন মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ টিম রাত অনুমান সাড়ে ১০টায় মো. মিজানুর রহমানকে চুরি হওয়া জেনারেটরসহ আটক করে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
আরএ