ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

ময়মনসিংহ নগরের টাউন হল সড়কদ্বীপকে ‘জুলাই-চত্বর’ ঘোষণা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, জুলাই ১৪, ২০২৫
ময়মনসিংহ নগরের টাউন হল সড়কদ্বীপকে ‘জুলাই-চত্বর’ ঘোষণা 

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরের জুলাই আন্দোলনের স্মৃতি বিজরিত টাউন হল সড়ক দ্বীপকে ‘জুলাই চত্বর’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এসময় জুলাই বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনা করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় বেলুন উড়িয়ে টাউন হল সড়ক দ্বীপকে ‘জুলাই চত্বর’ ঘোষণা করে ফলক উন্মোচন করেন জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা।

এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় মো. মোখতার আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম, ময়মনসিংহের প্রথম শহীদ রোদোয়ান হাসান সাগরের বাবা মো. আসাদুজ্জামান আসাদসহ অনেকে।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আশিকুর রহমান জানান, ময়মনসিংহে জুলাই আন্দোলনের শুরু হয়েছিল এ টাউন হল থেকে। এ স্থানটিতে জুলাই আন্দোলনের অনেক স্মৃতি জড়িত। তাই আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এ স্থানটিকে জুলাই চত্বর ঘোষণা করা হয়েছে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ নগরের বিভিন্ন স্কুল ও কলেজের শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ