মেহেরপুর: পাশের বাড়ি থেকে বৈদ্যুতিক তার ছিড়ে বাইসাইকেলে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
তারা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের গোলাম কিবরিয়া (৫৫) ও তার স্ত্রী রিনা খাতুন।
সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাশের বাড়ির বৈদ্যুতিক তার ছিড়ে গোলাম কিবরিয়ার বাইসাইকেলের সাথে জড়িয়ে ছিল। তিনি বাইসাইকেলটি নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্ত্রী রিনা খাতুন তাকে বাঁচাতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদের দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
এসএইচ