যশোর: পুলিশি সেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে যশোর জেলায় চালু হলো সকল ধরনের অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা।
সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে জেলার নয়টি থানায় একযোগে এই সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ।
এর আগে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। তবে এখন থেকে সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা, নিখোঁজ ব্যক্তি, হুমকি, তথ্যপ্রযুক্তি অপরাধসহ মোট ২৯ ধরনের অধর্তব্য অপরাধের তথ্য অনলাইনে জিডি করা যাবে।
সেবা গ্রহণে ব্যবহারকারীকে গুগল প্লে-স্টোর থেকে Online GD অ্যাপটি ডাউনলোড করে নাম, মোবাইল নম্বর, এনআইডি ও জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর https://gd.police.gov.bd ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমেই নির্ধারিত থানায় অনলাইনে জিডি করা যাবে।
পুলিশ জানিয়েছে, অনলাইন জিডির মাধ্যমে অভিযোগের সর্বশেষ অবস্থা জানা যাবে এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হবে। যেকোনো স্থান থেকে, যেকোনো সময় মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ২৪ ঘণ্টা এই সেবা গ্রহণ করা যাবে। এতে থানায় গিয়ে সময় ও অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না।
এ সেবায় গ্রামাঞ্চলের মানুষও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায় সহজেই অংশ নিতে পারবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জিডি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের মাধ্যম, যা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান, তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুল, ইন্সপেক্টর অপারেশন মমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।
এসএইচ