ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

যশোরে বোনকে হত্যার ঘটনায় ভাই-ভাবি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুলাই ২৪, ২০২৫
যশোরে বোনকে হত্যার ঘটনায় ভাই-ভাবি আটক

যশোর: বোন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে যশোরে ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) যশোর।

বুধবার (২৪ জুলাই) দিবাগত রাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে খোকন মোল্লাকে আটক করা হয়।

পরে তার দেওয়া স্বীকারোক্তিতে যশোরের রাজারহাট এলাকা থেকে আটক করা হয় তার স্ত্রী সালমা বেগমকে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।

আটক খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে থাকতেন নিহত শারমিন ও তার স্বামী শিমুল।

পিবিআই যশোরের এসপি রেশমা শারমীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন ও সালমা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।  

তারা স্বীকার করেছেন, ২৩ জুলাই সকালে পারিবারিক টাকার লেনদেন নিয়ে শারমিনের সঙ্গে ভাবি সালমার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন হাসুয়া হাতে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।

ঘটনার পরপরই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর।

তদন্তের ধারাবাহিকতায় ভাই ও ভাবিকে গ্রেফতার করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।