যশোর: খাজুরায় একটি কাভার্ডভ্যানের চাপায় নুর আলম (৫৫) নামে একজন বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে যশোরের খাজুরা মণিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ড-বাজার রোডে এ ঘটনা ঘটেছে।
নিহত নুর আলম যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তাহের মোল্যার ছেলে। তিনি একজন কৃষক।
স্থানীয়রা জানান, নুর আলম বেলা ১২টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলে খাজুরা বাজারে যাচ্ছিলেন। মণিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। কাভার্ডভ্যানের চাকায় মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস আঢ্য। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে৷ খোঁজখবর নিয়ে তার পরিচয় শনাক্ত এবং ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাভার্ডভ্যানটি আটক করা যায়নি। চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।
এসএইচ