ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

এমএমপিআর পদ্ধতিতেও নির্বাচন হলে আপত্তি নাই: নুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, জুলাই ২৪, ২০২৫
এমএমপিআর পদ্ধতিতেও নির্বাচন হলে আপত্তি নাই: নুর ছবি: ডি এইচ বাদল

বাংলাদেশের মৌলিক সংস্কারগুলো করে অবশ্যই আগামী নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন,ঐকমত্য কমিশনের মাধ্যমে এমএমপিআর (Mixed Member Proportional Representation) পদ্ধতিতে ও যদি নির্বাচন হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ খেলাফতে মজলিস আয়োজিত এক গোল টেবিল বৈঠকে একথা বলেন।

ভিপি নুর বলেন, আজকে একটা নতুন নির্বাচনী পদ্ধতি বাংলাদেশে খেলাফতে মজলিস আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমাদের নির্বাচনে পুরাতন ব্যবস্থা ব্যর্থ হয়েছে বা ফেইল হয়েছে তাই আমাদের নতুন পদ্ধতি অনুসরণ করতে হবে।

ঐকমত্য কমিশনের মাধ্যমে এমএমপিআর পদ্ধতিতে ও যদি নির্বাচন হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই।  

আমরা চাই বাংলাদেশের মৌলিক সংস্কারগুলো করে আগামী নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ প্রমুখ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।