ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

পানছড়িতে আবার ইউপিডিএফ-জেএসএস গোলাগুলির খবর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, জুলাই ২৭, ২০২৫
পানছড়িতে আবার ইউপিডিএফ-জেএসএস গোলাগুলির খবর পাহাড়। ফাইল ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে একদিনের ব্যবধানে পাহাড়ি আঞ্চলিক দল ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে আবার গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

রোববার (২৭ জুলাই) দুপুরে পানছড়ির দুর্গম তারাবন নামক এলাকায় এই ঘটনা ঘটে।

মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটির বিষয়ে এখন পর্যন্ত সংগঠন দুটির পক্ষ থেকে কোনো বক্তব্যও মেলেনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গোলাগুলির খবর শুনেছি। তবে কাদের মধ্যে গোলাগুলি তা নিশ্চিত নই।

গত শুক্রবার (২৫ জুলাই) রাতে দীঘিনালার দুর্গম নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ-জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয়ের মধ্যে প্রায় ২৫০ রাউন্ড গুলিবিনিময় হয় বলে জানা যায়। এতে চারজন নিহত হওয়ার খবর শোনা গেলেও কোনো পক্ষ তা নিশ্চিত করেনি।

এডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।