ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সারাদেশ

বিদ্যুৎকেন্দ্রে আগুন, হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, জুলাই ৩১, ২০২৫
বিদ্যুৎকেন্দ্রে আগুন, হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ শাহজীবাজার তাপবিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদুৎবিচ্ছিন্ন হবিগঞ্জ জেলা

হবিগঞ্জ জেলার মাধবপুরে শাহজীবাজার তাপবিদ্যুৎকেন্দ্রের সুইচিং উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে সময় লাগবে।

এ ঘটনায় জেলার প্রায় ৫ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে জানান তিনি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি খতিয়ে দেখে বলব।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, আজ রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব নয়। এমনকি আগামীকাল দিনের মধ্যেও কাজ শেষ হবে কি না, নিশ্চিত নই। তবে শ্রীমঙ্গল গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে অল্পসংখ্যক গ্রাহককে সেবা দেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম বলেন, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত হবে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।