ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

সারাদেশ

মুজিবনগরে তিনটি গাঁজা গাছসহ একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, আগস্ট ৬, ২০২৫
মুজিবনগরে তিনটি গাঁজা গাছসহ একজন আটক

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামে ১৬ কেজি ওজনের তিনটি গাঁজা গাঁছসহ চাষি বুলবুল আহমেদকে আটক করেছে পুলিশ।  

আটক বুলবুল আহমেদ মোনাখালি গ্রামের মোনাজাত উদ্দীনের ছেলে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বাড়ির টয়লেটের পাশ থেকে তিনটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১৬ কেজি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।