ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

নাম বদলে ঢাকায় লুকানো ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, আগস্ট ৮, ২০২৫
নাম বদলে ঢাকায় লুকানো ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নাম পরিবর্তন করে ঢাকায় লুকিয়ে থাকা ২০ বছরের সাজাপ্রাপ্ত জসিম উদ্দিন (৫৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থানার পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন (৫৮) উপজেলার শুল্লুকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, আসামি ২০ বছরের সাজাপ্রাপ্ত জিআর আসামি। ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি সাজা এড়াতে তার নাম-পরিচয় পরিবর্তন করে ফেলেন, যাতে পুলিশ তাকে আইনের আওতায় আনতে না পারে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নাম-ঠিকানা বের করে তাকে গ্রেপ্তার করা হয়।

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।