খুলনা: রাষ্ট্রীয় ও সামাজিকভাবে বৈষম্যের শিকার দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) কারিতাস খুলনা আঞ্চলিক অফিসের সম্মেলন কক্ষে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা প্রকল্প শীর্ষক অ্যাডভোকেসি সভায় বক্তারা এ দাবি জানান।
প্রতিভা সংস্থার আয়োজনে নাগরিক উদ্যোগের সহযোগীতায় ও ক্রিস্টিয়ান এইডের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহের সভাপতিত্বে ও আসুসের নির্বাহী পরিচালক পরিতোষ কুমার মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক বিধান কুমার মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রোগ্রাম অফিসার সাদিয়া আফরিন সিদ্দিকি, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালক (অতি: দায়িত্ব) সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান, নাগরিক উদ্যোগের কর্মসূচি ব্যবস্থাপক নাদিরা পারভীন, এসডো এর নির্বাহী পরিচালক লিপিকা বৈরাগী, কারিতাস বাংলাদেশের জেমস সুকুমার মন্ডল।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিভা সংস্থার নির্বাহী পরিচালক গোলাপী দাস। প্রকল্প সম্পর্কে ধারণা তুলে ধরেন নাগরিক উদ্যোগের কর্মসূচি ব্যবস্থাপক নাদিরা পারভীন।
দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক অবস্থা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব: প্রেক্ষিত নারী ও কিশোরী শীর্ষক গবেষণা কর্মের প্রাপ্ত তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন ও ড. রায়হান হায়াত সারওয়ার।
মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন সিএসও সদস্য, সিবিও সদস্য, ইয়ূথক্লাব সদস্য প্রকল্পের এমআরপি এবং স্থানীয় দলিত সিবিও নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, খ্রিষ্টান এইডের প্রতিনিধি, নবলোক প্রতিনিধি, দলিত প্রতিনিধিরা।
এমআরএম