ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নাটোরে বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, আগস্ট ২৪, ২০২৫
নাটোরে বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত ২ নাটোরের মানচিত্র

নাটোরে যাত্রীবাহী একটি বাসের চাপায় অটোচার্জার ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।  

শনিবার (২৩ আগস্ট) দিনগত রাত পৌনে ১১টার সময় সদর উপজেলার বারোঘাট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর বাসটির চালক-হেলপার পালিয়ে গেছে।

নিহত মোজাম্মেল হক (৪৬) জেলার সিংড়া উপজেলার বড়বারইহাটি গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে ও আকতার হোসেন (৪৮) একই গ্রামের তাছের উদ্দিনের ছেলে। এদের মধ্যে মোজাম্মেল হক ভ্যান চালক ও আকতার হোসেন ওই ভ্যানের যাত্রী ছিলেন।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপ্ক্টের (পরিদর্শক) মো. মাহবুর রহমান এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে ভ্যানচালক মোজাম্মেল হক তার অটোচার্জার ভ্যানে আকতার হোসেন নামে একজন যাত্রী নিয়ে নাটোর থেকে বাড়ি উদ্দেশে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার বারোঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক মোজাম্মেল হক মারা যান এবং আহত হন আকতার হোসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে নিয়ে যান এবং আহত আকতার হোসেনকে চিকিৎসার জন্য একই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ধাওয়া করে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের সহায়তায় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। তবে চালক-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।