বাংলাদেশে রোহিঙ্গা ঢলের আট বছর পূর্ণ হতে চলেছে আগামী ২৫ সেপ্টেম্বর। ২০১৭ সালের ২৫ আগস্ট প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে উখিয়া-টেকনাফে আশ্রয় নিয়েছিল প্রায় ৮ লাখ রোহিঙ্গা।
রোববার (২৪ আগস্ট) থেকে ২৬ আগস্ট পর্যন্ত উখিয়ার ইনানীর সেনাবাহিনী পরিচালিত হোটেল বে-ওয়াচ মিলনায়তনে চলবে এ সংলাপ।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের শিরোনাম রাখা হয়েছে—টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন। এতে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকার কথা রয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের মানবিক সংকট তুলে ধরা কঠিন। তবে এ সম্মেলনে রোহিঙ্গারা নিজেরাই সরাসরি তাদের বক্তব্য জানাতে পারবেন। মানবিক সহায়তার পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়াই আলোচনার মূল বিষয়।
তিনি জানান, ২৪ ও ২৫ আগস্ট পাঁচটি কর্ম-অধিবেশনে মানবিক সহায়তা, নিরাপদ প্রত্যাবাসন ও টেকসই সমাধান নিয়ে আলোচনা হবে। আর ২৬ আগস্ট অতিথিরা উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে জেলায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।
** কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা
এসআরএস